۱۵ آبان ۱۴۰۳ |۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 5, 2024
News ID: 403974
2 نومبر 2024 - 21:19
মজলুমের আর্তনাদ
কবি: মুক্তার হোসেন শাহ

হাওজা / ইসরায়েলের জুলুম ও অত্যাচারকে কবিতার রূপে বর্ণনা করা হলো।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

মজলুমের আর্তনাদ

মজলুমের আর্তনাদে যদি

না কাঁদে তোর মন
মানুষ নয়রে তুই
তুই মনুষত্বের দুষমন
তোর হেয়ালিতে শিশুর রক্ত
বইছে অনর্গল
যুদ্ধপরাধ শাসক এখনও
জ্বালিয়ে যাচ্ছে দাবানল।
হাজারো শিশুর লাশ এখনও
হয়নি সমাধী
বিশ্ববাসী দেখছে খেলা
করছে নানান ভেলকি
যুদ্ধ যুদ্ধ খেলাই মেতেছে
ভেক ধারি সব পশুর দল
কাক মরিলে দেখনি কি
চেঁচায় শুধু কাকের দল।
মানুষ হয়েও অমানুষরে তুই
পক্ষী দিলো শিক্ষা
মানব জাতির কলঙ্ক রে তুই
দেখছিস মানব হত্যা।
তাই আমার এই কলম থেকে
করছি খানিক চেষ্টা
করতে পারি এতটুকু
নিয়ে মনের তেষ্টা ।

কবি: মুক্তার হোসেন শাহ

تبصرہ ارسال

You are replying to: .